LRC歌词

আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥
দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে,
গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥
আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।
বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা—
জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।

文本歌词

আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে,গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা—জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।

推荐音乐

声明:本站不存储任何音频数据,站内歌曲来自搜索引擎,如有侵犯版权请及时联系我们,我们将在第一时间处理!