LRC歌词

গজল : প্রাণ পাখি
শিল্পী হোসাইন বিন কাদের
কথা : জুনাইরা নুহা
সুর : মুহসিন খোবায়েব



যেদিন প্রাণ পাখি উড়ে যাবে দেহ ছেড়ে
ফেলে যাবে স্বজনেরা, আঁধার ঘরে - ২
কি লাব হবে বল এই পৃথিবীকে আপন আপন করে

যাবেনা আমার সাথে কোন প্রিয়জন
ফিরে যাবে স্বজন সখি, করে দাফন-২
ভুলে যাবে যত মায়া, মুছে যাবে সব ছায়া
ডাকবেনা কোন দিন আর, নামটা ধরে - ঐ

আশাগুলো যাবে চলে, দূর সীমানায়
স্বপ্নরা ভেসে যাবে দূর নিলিমায় - ২
জীবনের বাগানে আর, ফুটবেনা কোন ফুল আর
একাকি মাটির ঘরে, থাকবো পড়ে। - ঐ

文本歌词

গজল : প্রাণ পাখি শিল্পী হোসাইন বিন কাদের কথা : জুনাইরা নুহা সুর : মুহসিন খোবায়েব যেদিন প্রাণ পাখি উড়ে যাবে দেহ ছেড়েফেলে যাবে স্বজনেরা, আঁধার ঘরে - ২কি লাব হবে বল এই পৃথিবীকে আপন আপন করেযাবেনা আমার সাথে কোন প্রিয়জনফিরে যাবে স্বজন সখি, করে দাফন-২ভুলে যাবে যত মায়া, মুছে যাবে সব ছায়াডাকবেনা কোন দিন আর, নামটা ধরে - ঐআশাগুলো যাবে চলে, দূর সীমানায়স্বপ্নরা ভেসে যাবে দূর নিলিমায় - ২জীবনের বাগানে আর, ফুটবেনা কোন ফুল আরএকাকি মাটির ঘরে, থাকবো পড়ে। - ঐ

推荐音乐

声明:本站不存储任何音频数据,站内歌曲来自搜索引擎,如有侵犯版权请及时联系我们,我们将在第一时间处理!