LRC歌词

সুন্দরী বাঁকুড়ার
লাল মাটি, বাঁধ আর
বাবা মহেশ্বর পুরন্দর।

ঘরানা বিষ্ণুপুর
আলাপনে ভরপুর,
বনানী সবুজ সুন্দর।

টেরাকোটা-শহরের
রাজপথে ছড়িয়ে
মল্লভূমের ইতিহাস--

তন্তুজ বালুচরী,
মতিচুর, ডোকরা,
ঝুমুর, টুসু, ভাদু বারো মাস।

শিল্পের সমাহার,
কৃষ্টির সমাদর
আমাদের বিষ্ণুপুর মেলা।

সারদি, সাগুন আর
রাম-রহিমের মেলা
আমাদের বিষ্ণুপুর মেলা।

এ তো শুধু মেলা নয়
জীবনবোধের পাঠ বটে
আমাদের বিষ্ণুপুর মেলা।

আমাদের কথা বলা,
আবেগের পথ চলা
আমাদের বিষ্ণুপুর মেলা।।

文本歌词

সুন্দরী বাঁকুড়ারলাল মাটি, বাঁধ আরবাবা মহেশ্বর পুরন্দর।ঘরানা বিষ্ণুপুরআলাপনে ভরপুর,বনানী সবুজ সুন্দর।টেরাকোটা-শহরেররাজপথে ছড়িয়েমল্লভূমের ইতিহাস--তন্তুজ বালুচরী,মতিচুর, ডোকরা,ঝুমুর, টুসু, ভাদু বারো মাস।শিল্পের সমাহার,কৃষ্টির সমাদরআমাদের বিষ্ণুপুর মেলা।সারদি, সাগুন আররাম-রহিমের মেলাআমাদের বিষ্ণুপুর মেলা।এ তো শুধু মেলা নয়জীবনবোধের পাঠ বটেআমাদের বিষ্ণুপুর মেলা।আমাদের কথা বলা,আবেগের পথ চলাআমাদের বিষ্ণুপুর মেলা।।

推荐音乐

声明:本站不存储任何音频数据,站内歌曲来自搜索引擎,如有侵犯版权请及时联系我们,我们将在第一时间处理!