LRC歌词

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
আমার আপনহারা প্রাণ,
আমার বাঁধন ছেঁড়া প্রাণ
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

তোমার অশোকে কিংশুকে,
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে।
তোমার ঝাউয়ের দোলে..
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান,
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

পূর্ণিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়,
পূর্ণিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়,
তোমার প্রজাপতির পাখা,
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের
রঙিন স্বপন মাখা,
তোমার চাঁদের আলোয়..
মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান।

তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
আমার আপনহারা প্রাণ,
আমার বাঁধন ছেঁড়া প্রাণ
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

文本歌词

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দানতোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,আমার আপনহারা প্রাণ,আমার বাঁধন ছেঁড়া প্রাণতোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।তোমার অশোকে কিংশুকে,তোমার অশোকে কিংশুকেঅলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে।তোমার ঝাউয়ের দোলে..মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান,তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।পূর্ণিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়,পূর্ণিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়,তোমার প্রজাপতির পাখা,তোমার প্রজাপতির পাখাআমার আকাশ চাওয়া মুগ্ধ চোখেররঙিন স্বপন মাখা,তোমার চাঁদের আলোয়..মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান।তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,আমার আপনহারা প্রাণ,আমার বাঁধন ছেঁড়া প্রাণতোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।

声明:本站不存储任何音频数据,站内歌曲来自搜索引擎,如有侵犯版权请及时联系我们,我们将在第一时间处理!