LRC歌词

দুই নয়নে দেখি যাহা।।
মুখে তাহা বলি না,
আমার ভেতর আরেক আমি;
আমি তারে চিনিনা,
বন্ধু, তোমার ভেতর আরেক তুমি
তুমি তারে চেনো না।
জীবন চলে সবার মাঝে
কত না কাজ সকাল সাঁঝে।।
স্বার্থের ঘোড়া চলছে ছুটে, আমার।।
ডাইনে-বায়ে তাকায় না,
দুই নয়নে দেখি যাহা
মুখে তাহা বলি না, বন্ধু,
আমার ভেতর আরেক আমি
আমি তারে চিনি না।
মানুষ মরে কাতারে কাতার,
রক্তের নদীতে দিলো যে সাঁতার
মনে আশা ছিল অভাব যাবে
আশা ছিল দুঃখ যাবে।।
আশা পূরণ হলো না
দুই নয়নে দেখো যাহা
মুখে তাহা বলো না
বন্ধু, তোমার ভেতর আরেক তুমি
তুমি তারে চেনো না।
কত মানুষ শহীদ হলো
হয় না গুনে শেষ!
মা-বোনেদের সম্মান গেলো।।
সোনার বাংলাদেশ
সেই দেশেতেই ক্ষুধার যাতনা
কেন আমারই বোন শরীর বেঁচে খাই?
আমি জিজ্ঞাসিলাম জনে জনে।।
কেউ তো জবাব দিলো না
দুই নয়নে দেখি যাহা মুখে তাহা বলি না
বন্ধু, আমার ভেতর আরেক আমি
আমি তারে চিনিনা।
সত্যপথে চাহে মন
বন্ধু খুঁজি দিনে রাতে
কে হবে আপন।।
ভালোবাসি মুখে বলে
ধরতে গেলে যায় ভেঙে যায়
কাঁচেরই বাসন।
আমায় হাতছানি দেয়
লালন ফকির।।
একতারা আর বাজে না,
দুই নয়নে দেখি যাহা
মুখে তাহা বলি না
আমার ভেতর আরেক আমি
আমি তারে চিনি না।
বাউল বাউল করে কাঁদে মন।।
মানুষ খুঁজে পরশ পাথর।।
পাবে কি দর্শন?
মাথার উপর স্বাক্ষী এই আকাশ।।
আজো শকুনের দল সেথায় ওড়ে
অসুখী বাতাস,
আরে, কবি চেনে শকুনেরে,
রুদ্র চেনে শকুনেরে,
মানুষ চেনে শকুনেরে,
বলে যায় সে ঠিকানা।
দুই নয়নে দেখো যাহা
মুখে তাহা বলো না
বন্ধু, তোমার ভেতর আরেক তুমি
তুমি তারে চেনো না।
দুই নয়নে দেখি যাহা।।
মুখে তাহা বলি না
আমার ভেতর আরেক আমি
আমি তারে চিনি না।
বন্ধু, তোমার ভেতর আরেক তুমি
তুমি তারে চেনো না।
আমার ভেতর আরেক আমি
আমি তারে চিনি না
বন্ধু, দুই নয়নে দেখি যাহা
মুখে তাহা বলি না,
আমার ভেতর আরেক আমি
আমি তারে চিনি না।

文本歌词

দুই নয়নে দেখি যাহা।।মুখে তাহা বলি না,আমার ভেতর আরেক আমি;আমি তারে চিনিনা,বন্ধু, তোমার ভেতর আরেক তুমিতুমি তারে চেনো না।জীবন চলে সবার মাঝেকত না কাজ সকাল সাঁঝে।।স্বার্থের ঘোড়া চলছে ছুটে, আমার।।ডাইনে-বায়ে তাকায় না,দুই নয়নে দেখি যাহামুখে তাহা বলি না, বন্ধু,আমার ভেতর আরেক আমিআমি তারে চিনি না।মানুষ মরে কাতারে কাতার,রক্তের নদীতে দিলো যে সাঁতারমনে আশা ছিল অভাব যাবেআশা ছিল দুঃখ যাবে।।আশা পূরণ হলো নাদুই নয়নে দেখো যাহামুখে তাহা বলো নাবন্ধু, তোমার ভেতর আরেক তুমিতুমি তারে চেনো না।কত মানুষ শহীদ হলোহয় না গুনে শেষ!মা-বোনেদের সম্মান গেলো।।সোনার বাংলাদেশসেই দেশেতেই ক্ষুধার যাতনাকেন আমারই বোন শরীর বেঁচে খাই?আমি জিজ্ঞাসিলাম জনে জনে।।কেউ তো জবাব দিলো নাদুই নয়নে দেখি যাহা মুখে তাহা বলি নাবন্ধু, আমার ভেতর আরেক আমিআমি তারে চিনিনা।সত্যপথে চাহে মনবন্ধু খুঁজি দিনে রাতেকে হবে আপন।।ভালোবাসি মুখে বলেধরতে গেলে যায় ভেঙে যায়কাঁচেরই বাসন।আমায় হাতছানি দেয়লালন ফকির।।একতারা আর বাজে না,দুই নয়নে দেখি যাহামুখে তাহা বলি নাআমার ভেতর আরেক আমিআমি তারে চিনি না।বাউল বাউল করে কাঁদে মন।।মানুষ খুঁজে পরশ পাথর।।পাবে কি দর্শন?মাথার উপর স্বাক্ষী এই আকাশ।।আজো শকুনের দল সেথায় ওড়েঅসুখী বাতাস,আরে, কবি চেনে শকুনেরে,রুদ্র চেনে শকুনেরে,মানুষ চেনে শকুনেরে,বলে যায় সে ঠিকানা।দুই নয়নে দেখো যাহামুখে তাহা বলো নাবন্ধু, তোমার ভেতর আরেক তুমিতুমি তারে চেনো না।দুই নয়নে দেখি যাহা।।মুখে তাহা বলি নাআমার ভেতর আরেক আমিআমি তারে চিনি না।বন্ধু, তোমার ভেতর আরেক তুমিতুমি তারে চেনো না।আমার ভেতর আরেক আমিআমি তারে চিনি নাবন্ধু, দুই নয়নে দেখি যাহামুখে তাহা বলি না,আমার ভেতর আরেক আমিআমি তারে চিনি না।

推荐音乐

声明:本站不存储任何音频数据,站内歌曲来自搜索引擎,如有侵犯版权请及时联系我们,我们将在第一时间处理!